Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৩০শে জুলাই, ২০২৫ । ১৫ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়া

ক্রীড়া প্রতিবেদক

গত বছর জুলাইয়ে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। জমজমাট সেই ফাইনালের পর কলম্বিয়ান খেলোয়াড়রা রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে। যা নিয়ে পরবর্তীতে অনেক জল ঘোলা হয়েছে। এই জুলাইয়ে ফের কোপা আমেরিকায় মুখোমুখি আর্জেন্টিনা-কলম্বিয়া। তবে এবার নারীদের ফুটবলে। কোপা আমেরিকা ফেমেনিনা’র সেমিফাইনালে অবশ্য ছেলেদের কীর্তির পুনরাবৃত্তি করতে পারেনি আর্জেন্টিনার প্রমীলা দল। তাদের হারিয়ে ফাইনালে উঠে ছেলেদের হারের প্রতিশোধ নিয়েছে কলম্বিয়া প্রমীলা দল।

মঙ্গলবার (২৯ জুলাই) কোপা আমেরিকা ফেমেনিনার সেমিফাইনালে আর্জেন্টিনা প্রমীলা দলকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে কলম্বিয়া প্রমীলা দল।

ইকুয়েডরের এস্তাদিও দে লিগা দেপোর্তিভো ইউনিভারসিতারিয়া’য় নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্রয়ে শেষ হয়। এরপর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায় কলম্বিয়া।

আগামীকাল (বুধবার) ভোরে আরেক সেমিফাইনালে টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে উরুগুয়ের। আগামী ২ আগস্ট মাঠে গড়াবে ফাইনাল।

ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলই সেমিফাইনালে ওঠায় ফাইনালে সুপার ক্লাসিকো’র সম্ভাবনা জেগেছিল। কিন্তু আর্জেন্টিনার হারে সেই সম্ভাবনা শেষ হয়ে গেল।

নির্ধারিত সময়ের খেলায় আর্জেন্টিনাকে চাপে রেখেছিল কলম্বিয়া। বলের দখল এবং আক্রমণে এগিয়ে ছিল কলম্বিয়া। ৬২ শতাংশ বল দখলে রেখে ১৬টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রেখেছিল কলম্বিয়া। বিপরীতে আর্জেন্টিনা ১০ শটের ৩টি লক্ষ্যে রাখতে পারে।
টাইব্রেকারে প্রথম পাঁচ শটে দুই দলই চারবার বল জালে পাঠান। আর্জেন্টিনার পক্ষে ফ্লোরেন্সিয়া বনসেগুন্দো, সোপিয়া ব্রাউন, আলদানা কমেত্তি ও কিশি নুনেজ বল জালে পাঠালেও তৃতীয় শটটি মিস করেন পাউলিনা গ্রামাগগিলা। অন্যদিকে কলম্বিয়ার কাতালিনা উসমে, জরেলিন কারাবালি, মানুয়েলা পাভি ও লিন্দা কাইসেদো বল জালে পাঠালেও চতুর্থ শটটি মিস করেন মায়রা রামিরেজ। এরপর আর্জেন্টিনার এলিয়ানা স্তাবিলে ষষ্ঠ শট মিস করলেও ওয়েন্ডি বোনিলা বল জালে পাঠিয়ে কলম্বিয়ানদের উল্লাসে ভাসান।

সেমিফাইনাল জিতে কলম্বিয়া ২০২৮ এর লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ১৬ দলের মধ্যে জায়গা নিশ্চিত করেছে ।

নারীদের কোপা আমেরিকায় একচ্ছত্র আধিপত্য ব্রাজিলের। আগের ৯ আসরের ৮টিতে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। শুধু ২০০৬ সালে ঘরের মাটিতে আয়োজিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।

খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন