খুলনাতে শুরু হয়েছে `সাংবাদিকদের ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ। সোমবার (২৮ জুলাই) নগরীর হোটেল রয়েল ইন্টারন্যাশনালে প্রশিক্ষণ শুরু হয়। ইউনেস্কো-আইপিডিসির আর্থিক সহায়তায় নিউজ নেটওয়ার্ক এ প্রশিক্ষণের আয়োজন করেছে। এতে খুলনার কর্মরত বিভিন্ন সংবাদপত্র, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার ২০ সাংবাদিক অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ফিরোজ শাহ।
তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। আগে আমাদের সংবাদ পাওয়ার জন্য অপেক্ষা করতে হতো। আর এখন যেকোনো ঘটনার সাথে সাথেই আমরা জানতে পারি। গণমাধ্যম ডিজিটাল হয়েছে। তবে কোয়ালিটি মেইনটেন করা হয়নি। এই পেশায় নির্দিষ্ট নীতিমালা না থাকায় যে যার মত লাগামহীনভাবে কাজ করে যাচ্ছে। অপসংবাদিকতা বেড়েই চলেছে। অযোগ্যের সংখ্যা বেড়ে গেলে যোগ্যরা কোণঠাসা হয়ে যায়। সাংবাদিকতা পেশার জন্য জাতীয় নীতিমালা একান্ত জরুরি।
তিনি আরও বলেন, সাংবাদিকতা করতে হলে সাহিত্য ভালো জানা আবশ্যক। যাতে বাক্য বিন্যাস ভালো হয়।
প্রথম দিনের শুরুতে প্রশিক্ষণার্থীদের প্রত্যাশা নির্ণয় ও প্রশিক্ষণের প্রাক-মূল্যায়ন করেন নিউজ নেটওয়ার্কের প্রশিক্ষক বিশিষ্ট সাংবাদিক জিয়াউর রহমান। এরপর সাংবাদিকদের ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়টি তুলে ধরেন নিউজ নেটওয়ার্ক’র সম্পাদক শহিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন নিউজ নেটওয়ার্ক’র খুলনার সমন্বয়কারি দিদারুল আলম ও কর্মকর্তা রেজাউল করিম।
খুলনা গেজেট/এইচ/এএজে