Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৩১শে জুলাই, ২০২৫ । ১৬ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ব্র্যাডম্যান ও গাভাস্কারের যে মাইলফলক ছুঁলেন গিল

ক্রীড়া প্রতিবেদক

ভারতীয় অধিনায়ক রোববার টেস্ট ক্রিকেটে নবম সেঞ্চুরি করার পাশাপাশি পাঁচটি রেকর্ড গড়েছেন। টেস্ট ক্রিকেটে একের পর এক নজির গড়ে যাচ্ছেন শুভমান গিল।

ইংল্যান্ডের মাঠে ভারতের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এক টেস্ট সিরিজে ৭০০ এর বেশি রান করেন শুভমান গিল। তার আগে সুনীল গাভাস্কার, যশস্বী জয়সওয়াল এই কীর্তি গড়েন।

এছাড়া আর বেশ কিছু নজির গড়েছেন শুভমান গিল।

১. রোববার ম্যাঞ্চেস্টারে চলতি সিরিজের চতুর্থ শতরান করেছেন শুভমন। তার আগে এক টেস্ট সিরিজে ৭০০ রান করার মাইলফলক স্পর্শ করেছেন তিনি। গাভাস্কার এবং যশস্বীর জয়োসওয়ালের পর ভারতের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এই নজির গড়েন শুভমান গিল। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের মাঠে টেস্ট সিরিজে ৭৭৪ রান করেছিলেন গাভাস্কার। ১৯৭৮-৭৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ়ের বিপক্ষে টেস্ট সিরিজে ৭৩২ রান করেন গাভাস্কার। ২০২৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে ৭১২ রান করেন যশস্বী জয়োসওয়াল। শুভমানও এই সিরিজে ৭২২ রান করেছেন। তিনি টপকে গেলেন ২০১৪ সালে এক টেস্ট সিরিজে বিরাট কোহলির করা ৬৯২ রানকে।

২. ভারতের প্রথম অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে টেস্ট সিরিজে ৭০০ এর বেশি রান করার নজির গড়লেন শুভমান। সব মিলিয়ে তিনি ভারতের দ্বিতীয় টেস্ট অধিনায়ক। গাভাস্কার অধিনায়ক হিসেবে ঘরের মাঠে ১৯৭৮-৭৯ মৌসুমে এক সিরিজে ৭০০ এর বেশি রান করে ছিলেন। সব মিলিয়ে বিশ্বের অষ্টম টেস্ট অধিনায়ক হিসেবে এক টেস্ট সিরিজ়ে ৭০০ এর বেশি রান করলেন শুভমান। এর আগে এই কৃতিত্ব রয়েছে ডন ব্র্যাডম্যান (দু’বার), গারফিল্ড সোবার্স, গ্রেগ চ্যাপেল, সুনীল গাভাস্কার, ডেভিড গাওয়ার, গ্রাহাম গুচ এবং গ্রেম স্মিথের।

৩. রোববার আরও একটি নজির গড়েছেন শুভমান। বিশ্বের তৃতীয় টেস্ট অধিনায়ক হিসেবে এক টেস্ট সিরিজে চারটি শতরান করলেন তিনি। এর আগে এই নজির রয়েছে ব্র্যাডম্যান এবং সুনীল গাভাস্কারের। ব্র্যাডম্যান ১৯৪৭-৪৮ মৌসুমে ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে চারটি শতরান করেছিলেন। গাভাস্কার ১৯৭৮-৭৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছয় টেস্টের সিরিজে চারটি শতরান করেছিলেন।

৪. ৩৫ বছর পর ম্যাঞ্চেস্টারে ভারতীয় হিসেবে টেস্টে শতরান করলেন শুভমান। ১৯৯০ সালে এই মাঠে শেষ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে শতরান করেন শচীন টেন্ডুলকার।

৫. দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাঠে এক টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রান ছিল সোবার্সের। তিনি করেছিলেন ৭২২ রান। রোববার তার সেই নজির স্পর্শ করেন শুভমান গিল। ম্যাঞ্চেস্টারে ১০৩ রানে ইনিংসের পর শুভমানেরও চলতি সিরিজে ৭২২ রান হল। পরের টেস্টে আর ১ রান করলেই তিনি টপকে যাবেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডারকে।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন