Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনায় বোরকা পড়ে ব্যাংকের এজেন্ট শাখায় সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ১

নিজস্ব প্রতিবেদক

খুলনা নগরীর কদমতলা মোড়ে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বোরকা পড়া এক ছিনতাইকারী এজেন্টকে ছুরি দেখিয়ে ৮ লাখ ৫৪ হাজার টাকা নিয়ে যায়। যাওয়ার সময় ভুক্তভোগীর চিৎকারে আশ-পাশের ব্যবসায়ী ও শ্রমিকরা এক ছিনতাইকারীকে ধরে ফেলে। ততক্ষণে টাকার ব্যাগ নিয়ে অন্যরা পালিয়ে যায়।

আটক ছিনতাইকারীর নাম মাসুদ রানা সাজ্জাদ (৩২)। তিনি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কামার গ্রামের আলিম মোল্লার ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বেলায়েত হোসেন বকুল বাদি হয়ে শুক্রবার খুলনা সদর থানায় মামলা করেছেন।

ভুক্তভোগী ও ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার বিকাল ৩টায় কদমতলা মোড়ে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকের শাখায় বোরকা পরা এক ব্যক্তি প্রবেশ করে। তিনি ব্যাগ থেকে ধারালো ছুরি  বের করে বেলায়েত হোসেন বকুলকে ভয় দেখান এবং রশি দিয়ে হাত পা মুখ বাঁধা বেধে ফেলে। এক পর্যায়ে ক্যাশে থাকা ৮ লাখ ৫৪ হাজার হাজার টাকা নিয়ে যায়। বেলায়েত হোসেন বকুল হাত ও পা অবস্থায় দরজার দিকে এগোতে থাকলে কয়েকজন শ্রমিক তাকে দেখে উদ্ধার করেন। তখন ধাওয়া দিয়ে বোরকাপড়া এক ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে তুলে দেয়। ঘটনার ২৪ ঘণ্টা পরও লুন্ঠিত টাকা এবং অন্যরা গ্রেপ্তার না হওয়ায় ব্যবসায়ীরা আতংকে দিন কাটাচ্ছে।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই সাঈদ বলেন, গ্রেপ্তারকৃত মাসুদ রানা সাজ্জাদ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন