Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

লোহাগড়ায় ভুল চিকিৎসায় ৭ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় গ্যাস দিতে গিয়ে মাত্র ৭ মাসের এক শিশুকে মেরে ফেলার অভিযোগ উঠেছে এক হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে। লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের কাঠালতলা বাজারের শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম ফাহাদ শেখ। সে মরিচপাশা গ্রামের প্রবাসী নাঈম শেখ ও গৃহবধূ লিপি বেগমের ছেলে।

শিশুটির মা লিপি বেগম জানান, আজ সকালের দিকে শিশুটির হালকা শ্বাসকষ্ট হচ্ছিল, তখন আমার বাচ্চা টাকে নিয়ে কাঠালতলা বাজারের কথিত ডাক্তার ইমনকে দেখাতে নিয়ে যাই। ইমন নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে শিশুটিকে “গ্যাস দেয়, আমি গ্যাস দিতে নিষেধ করলেও আমার কথা ডাঃ কর্ণপাত করে নাই কিছুক্ষণের মধ্যেই আমার ছেলে ফাহাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এবং সে নিস্তেজ হয়ে পড়ে।

লিপি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ওর একটু শ্বাসকষ্ট ছিল, কিন্তু কথিত হাতুড়ি ডাক্তার ইমন গ্যাস দিতে গিয়ে আমার বুকের ধনকে মেরে ফেলল। আমি বারবার বলেছি হাসপাতালে নিয়ে যাই, সে বলে কিছু হবে না। এখন আমার ছেলে নেই…”

স্থানীয়রা জানান, শালনগর ইউনিয়নের কাঠালতলা বাজারের ইমন নামের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় হাতুড়ে ডাক্তার হিসেবে সবধরনের চিকিৎসা দিয়ে আসছে। তার বিরুদ্ধে অতীতেও ভুল চিকিৎসার অভিযোগ আছে।

শিশু ফাহাদের মৃত্যুতে এলাকাবাসী অবিলম্বে ওই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এদিকে, প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে এ ধরনের হাতুড়ে চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়েছি বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন