চরমোনাই পীর খুলনায় আসছেন শনিবার

নিজস্ব প্রতিবেদক

আগামী শনিবার (২৬ জুলাই) ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম একদিনের সাংগঠনিক সফরে খুলনায় আসছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর মিডিয়া সেলের আহবায়ক শেখ মোঃ নাসির উদ্দিন জানান, চরমোনাই পীর আগামীকাল শনিবার বাগেরহাট থেকে সড়ক পথে খুলনায় আসবেন, এদিন তিনি বিকাল ৪ টায় বাবরি চত্তর শিববাড়ি মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিবেন এবং রাতে খালিশপুর মুজাহিদ কমিটি আয়োজিত পিপলস গোল চত্বরে এক বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে প্রধান অতিথি হিসেবে নসিয়াত পেশ করবেন।
চরমোনাই পীর রবিবার যশোরের উদ্যোগ  খুলনা ত্যাগ করবেন।
খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন