Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাকির হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে নগরীর নিরালা কাঁচা বাজারের পাশে ঘটনাটি ঘটে।

মৃত ওই যুবক বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা লতিফ হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জনান, মৃত জাকির হোসেন নিরালা ১৭ নং রোডের বাসিন্দা সবুরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তিনি ব্যবসা করতেন। রাতে নিরালা কাচা বাজারের পাশে পেট ধরে দৌড়ানোর সময়ে পুরাতন ফার্নিচার ব্যবসায়ী জাকিরের দোকানের সামনে এসে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাকিরের পিঠের দু’টি স্থানে এবং পেটের নাভির গোড়ায় দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ৯ টার কিছুক্ষণ পর নিরালা এলাকা থেকে একটি দুর্ঘটনার খবর জানিয়ে থানায় ফোন দেওয়া হয়। রাতে সেখানে পুলিশ পাঠানো হয়। পরে হাসপাতালে খবর নিয়ে জানা যায় ওই যুবক মারা গেছেন। দুর্বৃত্তরা ছুরিকাঘাত করলে ওই যুবক মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর জেনে পুলিশের উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কি কারণে তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন