Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

পাইকগাছায় অস্ত্র-ককটেল দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় অস্ত্র ককটেলসহ একই পরিবারের তিনজনকে ষড়যন্ত্রমূলক ঘটনায় গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জুলাই) বিকেলে উপজেলার নতুন বাজারস্থ প্রধান সড়কের উপর এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রসময় বিশ্বাস (৫৮) তার ছেলে প্রিতম বিশ্বাস (৩০) ও ভাইপো দেব্রত বিশ্বাস(২৯) ।

মানববন্ধনে বক্তৃতা করেন মটবাটী দাখিল মাদ্রাসার সুপার ও জামায়াত নেতা মাওঃ আমিনুল ইসলাম, বিপ্লব সরকার, রিংক মন্ডল, দিপালী বিশ্বাসসহ অনেকে। ভুক্তভোগী পরিবের সদস্যরা এই ঘটনার বর্ণনা দেন।

মানববন্ধনে নির্মল বিশ্বাসের সভাপতিত্বে বক্তারা বলেন, গত ৮ জুলাই উপজেলার মটবাটী গ্রামের রসময় বিশ্বাসের জ্বালানী রাখা ভাঙ্গা ঘর থেকে একটি দেশী তৈরী পাইপগান, ককটেল, ককটেল তৈরীর সরঞ্জাম উদ্ধার করে পুলিশ ও সেনা সদস্যরা। এসময় তাদেরকে গ্রেপ্তার করে হয়।

বক্তারা আরো বলেন, যারা আইন শৃংখলা বাহিনীকে সংবাদ দিয়ে এসব উদ্ধার ও গ্রেপ্তার করিয়েছে তারাই এগুলো রেখে তাদেরকে ফাঁসিয়েছে। জমি নিয়ে প্রতিবেশী দিলীপ ও তার সহযোগীদের বিরোধ রয়েছে।

এদিকে মানববন্ধন চলাকালে দিলীপের সহযোগী মোখলেছুর রহমান কাজল ভুক্তভোগী রসময় বিশ্বাসের স্ত্রী ঘটনার বর্ণনা কালে তার হাত থেকে  মাইক্রোফোন কেড়ে নিয়ে প্রকাশ্যে হুমকি দেয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন