Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

পাকিস্তান সিরিজে বাংলাদেশকে এগিয়ে রাখছেন নাঈম

ক্রীড়া প্রতি‌বেদক

শ্রীলঙ্কার সফর শেষে গতকাল কালই ঢাকা এসে পৌঁছেছে বাংলাদেশ দল। এই সফর শেষে বিশ্রামের সুযোগ পাচ্ছে না ক্রিকেটাররা। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে পাকিস্তান সিরিজকে সামনে রেখে অনুশীলন করার কথা ছিল পুরো দলের। তবে এদিন শুধুমাত্র নাঈম শেখ এবং জাকের আলি অনিককে মিরপুরের একাডেমি মাঠে দেখা যায়।

নিজের ব্যাটিং অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নাঈম। তিনি বলেন, ‘অবশ্যই আমরা আমাদের ঘরের মাঠে সবসময় এগিয়ে রাখি নিজেদের দলকে। এবারও নিজেদের দলকে এগিয়ে রাখব। সত্যি বলতে, আমি জানি না যে ক্রিকেটের উপর থেকে দর্শকদের আগ্রহ হারিয়ে গেছে কি না। কিন্তু আমরা এখন যে জয়ের ধারায় আছি, এটা সবসময় ধরে রাখতে পারলে অবশ্যই আমাদের আগে যে (খেলা নিয়ে) উন্মাদনাটা ছিল, ওটা ইনশাআল্লাহ (থাকবে)… অতীতেও দেখেছি, এখনও আছে, ভবিষ্যতেও ইনশাআল্লাহ থাকবে।’

পাকিস্তান সফরে গিয়ে হোয়াইটওয়াশ হওয়া নিয়ে নাঈম বলেন, ‘দেখেন, দল হিসেবে পাকিস্তান যেভাবে খেলেছে… যদিও আমি ছিলাম না, আমরা কিন্তু বেশিরভাগ ম্যাচেই, দেখেন আমরা কিন্তু হাই-স্কোরিং ইনিংস খেলেছি। আমরা ১৯০, ২০০ করেছি। তো আমরা বোলিংটা যেভাবে… পাকিস্তানে যেরকম বোলিং করেছি… পাকিস্তানের বিপক্ষে… শ্রীলঙ্কার বিপক্ষে যদি দেখেন, জিনিসটা কিন্তু ভিন্ন ছিল।’

‘তো এখন আমাদের বোলাররাও কিন্তু ভালো জয়ের ধারায় আছে। সতীর্থ হিসেবে যেটা সামনাসামনি দেখলাম যে আমাদের বোলাররা এখন মানসিকভাবে খুব ভালো অবস্থায় আছে। তো ইনশাআল্লাহ এটা ধরে রাখতে পারলে অবশ্যই আমরা ঘরের মাঠের সুবিধা নিতে পারব।’

জয়ের ধারা অব্যাহত রাখার চ্যালেঞ্জ উতরে যেতে পারবে বাংলাদেশ বলে নাঈমের, ‘যেহেতু একটা জয়ের ধারা নিয়ে আসছি, এটা আমরা ধরে রাখার চেষ্টা করব। আর যেহেতু ঘরের মাঠে খেলা, আমরা মিরপুর সম্পর্কে সবাই জানি যে এখানকার পরিস্থিতি কেমন হয়। এখন পর্যন্ত উইকেট দেখিনি। দলের অবস্থা খুবই ভালো আছে। তো ইনশাআল্লাহ, আমি আমার ব্যক্তিগত অনুশীলন করেছি। দলের জয়ের ধারাটা খুবই ভালো আছে, এটা আমরা ধরে রাখার চেষ্টা করব। আমরা অতীতে যা হয়েছে, সেগুলো নিয়ে এখন আর পড়ে থাকার সুযোগ নেই। এখন যেহেতু আমরা একটা ভালো অবস্থানে আছি, এই ধারাটা আমরা ধরে রাখার চেষ্টা করব।’

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন