খুলনা, বাংলাদেশ | ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গোপালগঞ্জে কারফিউর সময় ফের বাড়লো
  তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
  গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৫
  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪

রাকেশ রোশান হাসপাতালে

বিনোদন ডেস্ক

হাসপাতালে ভর্তি বলিউডের বরেণ্য পরিচালক রাকেশ রোশান। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা হৃতিক রোশানের বাবা রাকেশ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত বুধবার (১৬ জুলাই) হঠাৎ অস্বস্তিবোধ করেন রাকেশ রোশান। তড়িঘড়ি করে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থা দেখে চিকিৎসকরা আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেন। তবে এখন আগের চেয়ে ভালো আছেন রাকেশ। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।

এ বিষয়ে রাকেশ রোশানের কন্যা সুনয়না রোশান বলেন, ‘বাবার অ্যানজিওওপ্লাস্টি করা হয়েছে। এখন তিনি সুস্থ আছেন, চিন্তার কিছু নেই বলে আশ্বাস দিয়েছেন চিকিৎসকরা। তবে বেশ কিছুদিন বাবাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।’ বর্তমানে রাকেশ রোশানের পাশে রয়েছেন তার পরিবার। স্ত্রী পিঙ্কি রোশান, কন্যা সুনয়না রোশান, পুত্র হৃতিক রোশান ও তার প্রেমিকা সাবা আজাদ এখন হাসপাতালে অবস্থান করছেন।

খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!