দীর্ঘ দুই দশক পর আজ বৃহস্পতিবার খানজাহানআলী থানার শিরোমণি সার গুদাম ঘাট হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ৯১৯)’র ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হবে। ইউনিয়নের কার্যালয়ে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।
নির্বাচনে সাতটি পদের বিপরীতে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে ৪ টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি রাসেল গাজী, সহ-সাধারণ সম্পাদক মো. আলম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজুল ইসলাম ও প্রচার সম্পাদক শেখ রাজা রহমান। বাকী তিনটি সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদের জন্য ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এদের মধ্যে সভাপতি তিনজন প্রার্থী হলেন- মোঃ শামীম, ফিরোজ মোড়ল ও মো. হুসাইন উদ্দিন। সাধারণ সম্পাদক পদে দু’জন হলেন মো. সাইফুল ইসলাম ও সাকিব শেখ। কোষাধ্যক্ষ পদে তিনজন হলেন- মো. শামছুর সেখ, মো. রাব্বি হোসেন ও মো. রফিকুল ইসলাম। দীর্ঘদিন পর এ নির্বাচনকে কেন্দ্র করে ঘাটের শ্রমিকদের মধ্যে উৎসাহের আমেজ তৈরি হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাংবাদিক সাইফুল্লা তারেক বলেন, ‘দীর্ঘ দুই দশক পর এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও গণতান্ত্রিক উপায়ে সম্পন্ন করার করার লক্ষ্য ইতিমধ্যে আমরা যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। ভোটাররা নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে’।
খুলনা গেজেট/লিপু