খুলনা, বাংলাদেশ | ১লা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমের আটকাদেশ কেন অবৈধ নয় : হাইকোর্ট
  এবারের ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ শুরু হবে সকাল ৯টায়

উড়তে থাকা আর্সেনালকে মাটিতে নামালো ভিলা

ক্রীড়া প্রতিদেক

টানা দুই ম্যাচে লিভারপুল ও ম্যানচেস্টার সিটিকে হারানোর আনন্দ নিয়ে অ্যাস্টন ভিলার মুখোমুখি হয়েছিল আর্সেনাল। কিন্তু গানারদের মাটিতে নামিয়ে দিয়েছে ডিন স্মিথের শিষ্যরা। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে অ্যাস্টন ভিলার মাঠে ১-০ ব্যবধানে হেরেছে আর্সেনাল। সেই সঙ্গে তারা সুযোগ হারালো বার্নলি ও শেফিল্ড ইউনাইটেডকে টপকে যাওয়ার। ১৯৯৫ সালের পর এবারই সবচেয়ে বাজে মৌসুম কাটালো গানাররা।
ম্যাচের ২৭তম মিনিটে মিশরীয় মিডফিল্ডার ত্রেজেগাটের গোলে এগিয়ে যায় ভিলা। এরপর গোল শোধের জন্য মরিয়া হয়ে লড়াই করে আর্সেনাল। কিন্তু শেষ পযর্ন্ত মাইকেল আর্তেতার শিষ্যরা অ্যাস্টন ভিলার রক্ষণদূর্গে ফাটল ধরাতে পারেনি।
এর আগের দুই ম্যাচে প্রিমিয়ার লিগের এবারের চ্যাম্পিয়ন লিভারপুলকে ২-১ এবং এফএ কাপে সিটিকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে গানাররা। মৌসুমে আর্সেনালের ম্যাচ বাকি আছে আর একটি। ৩৭ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ১০ম স্থানে আছে তারা। তিন পয়েন্ট আদায় করতে পারলে অষ্টম স্থানে ওঠে যেতে পারতো আর্তেতার দল।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!