খুলনার রূপসায় ১৬ দলীয় একাডেমি চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায় শামসুর রহমান একাডেমী বনাম জেআরবিএফসি মধ্যে অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ায় শামসুর রহমান একাডেমী টাইব্রেকারে (৪-৩) গোলে জেআরবিএফসি একাডেমিকে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে উপজেলার নৈহাটী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৈহাটী স্পোর্টিং ক্লাব আয়োজিত ও সান স্পোর্টিং ক্লাবের সার্বিক সহযোগিতায় এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন রেফারি তানভীর হোসেন, আলী আকবর শেখ, আবু বক্কার, জামাল মোল্লা।
এর আগে বিকাল সাড়ে ৪টায় খেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মোল্লা সাইফুর রহমান, খেলা উদ্বোধন করেন উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, শেখ রয়েল আজম, রবিউল ইসলাম রবি, দিদারুল ইসলাম, কবির শেখ, স্বাগত বক্তৃতা করেন সান স্পোর্টিং ক্লাবের সত্ত্বাধিকারী ক্রীড়া সংগঠক মইনুল ইসলাম টুটুল। শুভেচ্ছা বক্তৃতা করেন নৈহাটী স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুল কাদের শেখ। সভাপতিত্ব করেন ওহিদুল ইসলাম, এছাড়াও বক্তৃতা করেন নৈহাটী স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি আবু মুছা, নিজাম উদ্দিন টিটু ও শাহজামান প্রিন্স। খেলা ধারাভাষ্য করেন মুক্তাহিদুর রহমান মুক্ত।
তৃতীয় দিন বুধবার বিকেল সাড়ে ৪ টায় নৈহাটী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এনএনএসকে বনাম বয়রা তরুণ সংঘ মুখোমুখি হবে।
খুলনা গেজেট/এসএস