রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

বাংলাদেশের খেলার হাফ টাইমে বদলে গেল ম্যাচ ভেন্যু

ক্রীড়া প্রতিবেদক

সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে বিচিত্র ঘটনা ঘটেছে। ম্যাচের প্রথমার্ধ হয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনায়। দ্বিতীয়ার্ধ অনুষ্ঠিত হবে কিংস অ্যারেনার অনুশীলন গ্রাউন্ডে। আন্তর্জাতিক ম্যাচে দুই ভেন্যুতে হওয়ার ঘটনা বাংলাদেশে নেই। ফুটবল বিশ্বে আছে কি না দেখার বিষয়।

আজ বিকেল তিনটায় বাংলাদেশ-ভুটান ম্যাচ শুরু হয়েছিল। প্রথমার্ধ শেষে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে ছিল। এরপর বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত থাকায় এক ঘণ্টা অপেক্ষা করা হয়। মাঠকর্মীদের অক্লান্ত পরিশ্রমের পরেও মাঠ খেলার অনুপযুক্ত ছিল।

এজন্য দুই দলের সঙ্গে আলোচনা করে কিংস অ্যারেনার অনুশীলন মাঠে পৌনে সাতটায় দ্বিতীয়ার্ধ আয়োজনের সিদ্ধান্ত হয়।

কিংস অ্যারেনার অনুশীলন মাঠ অতি নিকটবর্তী স্টেডিয়ামের। সেটা টার্ফের হওয়ায় সেখানে পানি জমে না। অস্ট্রেলিয়ার মতো দলও সেখানে অনুশীলন করেছে।

চলমান বর্ষা মৌসুমে প্রতিদিনই বৃষ্টি চলছে। এতে কিংস অ্যারেনায় মাঠ কাদা হচ্ছে। সেই কাদা মাঠে খেলছিলেন ফুটবলাররা। এতে ফুটবলারদের ইনজুরিতে পড়ার শঙ্কা অনেক।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন