রাজস্থানের চুরু জেলায় ভারতীয় বিমান বাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির গণমাধ্যম এনডি টিভি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সকালে রতনগড় শহরের ভানুদা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই উদ্ধার ও অনুসন্ধান অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। একজন পাইলট নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরো দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত নয়।
বুধবার (৯ জুলাই) সকালে রাজস্থানের সুরতগড় বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে বিমানটি। কিছুক্ষণ পরই এটি ভেঙে পড়ে। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্তাধীন।
জাগুয়ার একটি ব্রিটিশ-ফরাসি উৎপাদিত যুদ্ধবিমান। ভারত ১৯৭০-এর দশকে এই যুদ্ধবিমান সংগ্রহ করে। এই বিমানটি মূলত আক্রমণাত্মক অভিযানের কাজে ব্যবহৃত হয়ে থাকে। ভারতীয় বিমানবাহিনীর হাতে এখন প্রায় ১২০টি জাগুয়ার রয়েছে যা ছয়টি স্কোয়াড্রনে বিভক্ত হয়ে কাজ করছে।
চলতি বছর এটি তৃতীয় জাগুয়ার দুর্ঘটনা। এর আগে ৭ মার্চ হরিয়ানার পানচকুলায় এবং ২ এপ্রিল গুজরাটের জামোনগরে জাগুয়ার বিধ্বস্ত হয়।
খুলনা গেজেট/এএজে