খানজাহান আলী থানার ঐতিহ্যবাহী শিরোমনি ফাইটার্স ক্লাব কর্তৃক আয়োজিত ৮ দলীয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ (মঙ্গলবার) বেলা সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে।
শিরোমনি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এ খেলায় খুলনা নর্থ এবং খালিশপুর ফুটবল একাডেমী পরস্পরের মুখোমুখি হবে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিবি’র) সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগর লবী। উদ্বোধন করবেন খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খানজাহান আলী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, ফুলতলা উপজেলা বিএনপি’র সদস্য সচিব মনির হাসান টিটো, খান জাহান আলী থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ‘র পরিচালক কবির হোসেন তালুকদার ও আইয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ‘র চেয়ারম্যান ফেরদৌস আহমেদ ভূইয়া।
খেলার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহবায়ক ও যুবদল নেতা গাজী মনিরুল ইসলাম।
খুলনা গেজেট/এনএম