বনানী থানায় অস্ত্র মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার সকালে আদালত এ রিমান্ডের আদেশ দেন।
এর আগে ১৮ জুন রাজধানীর শাহবাগ ও পল্টন মডেল থানার দায়ের করা দুটি পৃথক মামলায় আনিসুল হকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
গত২৮ এপ্রিল একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জের আদালতে হাজিরের পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিলঘুষি মারা হয়। রিমান্ড শুনানি শেষে আদালতের এজলাস থেকে বের করার সময় কয়েকজন তাঁকে বেধড়ক কিলঘুষি মারেন।
খুলনা গেজেট/এনএম