খুলনা, বাংলাদেশ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুবি থেকে গুম হওয়া দুই শিক্ষার্থী অনিক এবং মুজাহিদ জামিনে মুক্তি
  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২
  টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত

ভোটের মাধ্যমেই দেশ সঠিক পথে এগোবে : ফখরুল

গেজেট ডেস্ক

ফেব্রুয়ারির মধ্যেই অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে এমনই আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন ও ভোটের মাধ্যমেই দেশ সঠিক পথে এগোবে।

সোমবার সকালে সিলেট পৌঁছে শাহজালাল (রহ:) এর মাজার জিযারত শেষে সাংবা‌দিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা সাড়ে ৯টার দিকে সিলেটে এসে পৌঁছান। এসময় তাদেরকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন সিলেটের নেতৃবৃন্দ।

বিমানবন্দর থেকে হজরত শাহজালাল (রা:) মাজার জিয়ারতে যান মহাসচিবসহ নেতৃবৃন্দ। এসময় মহাসচিব স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি. কে. গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, এম এ মালিক, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীম, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম প্রমূখ।

ফরসঙ্গীদের মধ্যে রয়েছেন- স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডা. এ জেড এম জাহিদ, ইকবাল মাহমুদ টুকু, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুগ্ম সম্পাদক খাইরুল কবির খোকনসহ আরও অনেকে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!