কার্লো আনচেলত্তির হাত ধরে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দল তৈরির কাজ শুরু করে দিয়েছেন রিয়াল মাদ্রিদ ছেড়ে আসা এই কোচ। এরই মধ্যে ব্রাজিল কোচিং স্টাফে বড় ধাক্কা। কার্লোর ছেলে ও তার সহকারী কোচ ডেভিড আনচেলত্তি ব্রাজিল শিবির ছাড়ছেন।
রিয়াল মাদ্রিদে কার্লো আনচেলত্তির সোনালী সময় থেকেই তার পাশে ছিলেন ডেভিড। ব্রাজিলেও দুজন একসঙ্গে আছেন। তবে এরই মধ্যে বাবার ছায়া থেকে বের হয়ে প্রথমবারের মতো প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে তাকে। তিনি দায়িত্ব নিচ্ছেন বোটাফোগো ক্লাবের, যারা ক্লাব বিশ্বকাপের পর খারাপ সময় পার করছে।
প্রখ্যাত ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ৩৫ বছর বয়সী এই ইতালীয় কোচ রিও ডি জেনেইরোর ক্লাব বোটাফোগোর প্রস্তাব গ্রহণ করেছেন এবং পেশাদার দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন। তিনি রেনাতো পাইভার স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি পালমেইরাসের বিপক্ষে ক্লাব বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে বাদ পড়ার পর বরখাস্ত হয়েছেন। যদিও তার নেতৃত্বেই পিএসজিকে ১-০ গোলে হারিয়েছিল ক্লাবটি।
চুক্তিটি গত রোববার চূড়ান্ত হয়েছে এবং ডেডিভ আনচেলত্তি আগামী সপ্তাহের শুরুতে রিও ডি জেনেইরোতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। ২০১২ সাল থেকে ডেভিড তার বাবা কার্লোর (কার্লো আনচেলত্তি) ‘ডান হাত’ হিসেবে ইউরোপের বিভিন্ন লিগে কাজ করেছেন—বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, এভারটন এবং নাপোলির মতো ক্লাবে। তবে এবার চ্যালেঞ্জ ভিন্ন, কারণ এবার তিনি নিজেই কোচিং স্টাফ গঠন করবেন এবং সদ্য কোপা লিবার্তাদোরেস ও ব্রাজিলিয়েরাও চ্যাম্পিয়ন ক্লাবের নেতৃত্ব দেবেন।
উল্লেখ্য, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে ডেভিডের পূর্ণকালীন চুক্তি ছিল না। বরং তার বাবার স্টাফের অংশ হিসেবে সহযোগিতা করতেন। শুধু কার্লো আনচেলত্তিরই ‘সেলেসাও’-র সঙ্গে সরাসরি চুক্তি রয়েছে।
খুলনা গেজেট/এনএম