বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় ‘সাউথখালী প্রিমিয়ার লিগ (এসপিএল) ২০২৫’-এর ফাইনাল ম্যাচ।
শনিবার (৫ জুলাই) বিকেলে সাউথখালী উন্নয়ন ফোরামের আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয় এই জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট।
প্রতিযোগিতাটি ঘিরে এলাকায় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় দক্ষিণ তাফালবাড়ী সুপার কিংস একাদশ এবং আশার আলো ফুটবল একাদশ। জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে দক্ষিন তাফালবাড়ী সুপার কিংস একাদশ দুর্দান্ত পারফর্ম্যান্স প্রদর্শন করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে। রানারআপ হয় আশার আলো একাদশ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম, তাফালবাড়ী ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসরুল্লাহ, শহীদ তিতুমির একাডেমির পরিচালক বেলায়েত হোসেন, শিক্ষক জাহাঙ্গীর হোসেন খান এবং সাউথখালী উন্নয়ন ফোরামের সভাপতি রেজাউল ইসলাম সাগর প্রমূখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
খুলনা গেজেট/এনএম