দেশের কারা ব্যবস্থাপনায় বড় ধরনের রদবদল এনেছে কারা অধিদপ্তর। একযোগে বদলি বা পদায়ন করা হয়েছে ৩৩ জন ডেপুটি জেলারকে। বুধবার (২ জুলাই) অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বদলি/পদায়নপ্রাপ্ত কর্মকর্তারা হলেন-
# মো. মফিজুল ইসলাম- বাগেরহাট জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ।
# তৌহিদুল ইসলাম- কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার।
# মো. রাশেদুল হাসান রিগ্যান- কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ফেনী জেলা কারাগার।
# মো. আব্দুস সোবহান- কক্সবাজার জেলা কারাগার থেকে যশোর কেন্দ্রীয় কারাগার।
# অর্পন চৌধুরী- জয়পুরহাট জেলা কারাগার (প্রেষণ) থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার।
# মো. তানজিল হোসেন- ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে খুলনা জেলা কারাগার।
# মো. সাইফুল ইসলাম- ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার (পার্ট-১)।
# তরিকুল ইসলাম- কাশিমপুর কেন্দ্রীয় কারাগার (পার্ট-১) থেকে কক্সবাজার জেলা কারাগার।
# মো. সাদ্দাম হোসাইন- কাশিমপুর কেন্দ্রীয় কারাগার (পার্ট-১) থেকে ফরিদপুর জেলা কারাগার।
# শেফালী আকতার- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ফরিদপুর জেলা কারাগার।
# শিল্পী আক্তার- কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কুষ্টিয়া জেলা কারাগার।
# আনন্দ কুমার শীল- কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগার।
# মো. রেজাউল করিম- কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার।
# মো. মাসুদ হোসেন- ফরিদপুর জেলা কারাগার থেকে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র।
# রুবাইয়া সন্ধি- মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে মহিলা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ।
# মো. একরামুল হক- শরীয়তপুর জেলা কারাগার থেকে দিনাজপুর জেলা কারাগার।
# সিরাজুস সালেহীন- ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে নোয়াখালী জেলা কারাগার।
# সেলিনা আক্তার রেখা- জামালপুর জেলা কারাগার থেকে শেরপুর জেলা কারাগার।
# মো. ইব্রাহীম- দিনাজপুর জেলা কারাগার থেকে বাগেরহাট জেলা কারাগার।
# মো. আশাদুল ইসলাম- ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে সাতক্ষীরা জেলা কারাগার।
# মো. আজহারুল ইসলাম- ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামালপুর জেলা কারাগার।
# মো. গোলাম সাকলাইন- যশোর কেন্দ্রীয় কারাগার থেকে গাইবান্ধা জেলা কারাগার।
# খাতুনে জান্নাত- নীলফামারী জেলা কারাগার থেকে দিনাজপুর জেলা কারাগার।
# হানিফ আহমেদ- রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার।
# বাসারাতুল্লাহ- বগুড়া জেলা কারাগার থেকে নাটোর জেলা কারাগার।
# রুকাইয়া পারভিন- নাটোর জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ।
# পিটার ঘোষ- বরগুনা জেলা কারাগার থেকে নরসিংদী জেলা কারাগার।
# আব্দুল মোহাইমেন তূর্য- ঝালকাঠি জেলা কারাগার থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার।
# তানিয়া ফারজানা- মৌলভীবাজার জেলা কারাগার থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার।
# মঈনুল হক আল মামুন- খুলনা জেলা কারাগার থেকে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র (প্রেষণ)।
# মো. জাহিদ হাসান- মাগুরা জেলা কারাগার থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার।
# মো. হোসেনুজ্জামান- চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে মুন্সিগঞ্জ জেলা কারাগার।
# মো. মনিরুল হাসান- সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ (প্রেষণ প্রত্যাহার)।
জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে