কিংবদন্তির ম্যারাডোনা আর নেই। বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা এই কিংবদন্তি তারকা ৬০ বছর বয়সে Heart Attack এ মারা গেছেন। তিনি ছিলেন ফুটবল জাদুকর। দুনিয়ার কোটি কোটি ফুটবল দর্শকের নয়নমণি, ভালোবাসার এক অনন্য ফুটবলার।
ম্যারাডোনা আর ফুটবল এক সমার্থক নাম। অনেকের কাছে ফুটবল মানেই ম্যারাডোনা। বাংলাদেশের বেশিরভাগ মানুষ আর্জেন্টিনার সাপোর্টার হওয়ার আসল কারন ম্যারাডোনা।
ম্যারাডোনা আমাদের ছেড়ে চলে গেছেন ঠিক। কিন্তু না, তাঁকে আমরা কখনো ভুলবো না। তাঁকে ভোলা যায় না। বিশেষ করে তাঁর হাত দিয়ে করা সেই গোল ‘হ্যান্ড অব গড গোল’ এবং ‘দ্য গোল অব সেঞ্চুরি’ চোখে জ্বল জ্বল করে এখনো ভাসছে।
ফিফার দৃষ্টিতে শতাব্দীর সেরা দু’জন ফুটবলারের একজন ম্যারাডোনা, অন্যজন পেলে। ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন এবং ১৯৯০ সালে রানার আপ করান ম্যারাডোনা। ১৯৯০ সালে ষড়যন্ত্র করে জার্মানিকে বিতর্কিত গোলে জয়ী করা হয়। সেদিন ম্যারাডোনার কান্না টিভি সেটের সামনে বসা কোটি কোটি দর্শককে কাঁদিয়েছিল। ম্যারাডোনা চারটি বিশ্বকাপ খেলেছেন। জন্ম আর্জেন্টিনায়, ৩০ অক্টোবর, ১৯৬০। (ফেসবুক ওয়াল থেকে)
খুলনা গেজেট/এনএম