Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরাইলের, প্রত্যাখ্যান তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে ইসরাইল। তারা বলেছে, যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরাইলে। ইরান এ অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ ইরানে তীব্র আক্রমণের নির্দেশ দিয়েছেন। আইআরআইবি সম্প্রচার মাধ্যম এবং আইএসএনএ বার্তা সংস্থাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এর আগে ইসরাইলি মিডিয়া রিপোর্টে জানায়, ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণান্ত্র আকাশে নিষ্ক্রিয় করেছে ইসরাইলের সেনাবাহিনী।

তবে ইসরাইলের এই দাবি নাকচ করে দিয়েছে তেহরান। আল জাজিরা, ইরানি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এবং সংবাদ সংস্থা আইএসএনএ’র বরাত দিয়ে জানায়, ইরান এমন কোনো হামলা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

তেহরানের দাবি, যুদ্ধবিরতির পর তারা কোনো মিসাইল ছোড়েনি এবং ইসরাইলের অভিযোগ ভিত্তিহীন।

এই পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই ইসরাইলি বিভিন্ন গণমাধ্যম জানায়, ইরানি ক্ষেপণাস্ত্র হামলার খবর ছড়ানোর পর ইসরাইলের উত্তরাঞ্চলে সাইরেন বেজে ওঠে এবং জনগণকে আশ্রয়কেন্দ্রে সরে যেতে বলা হয়।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন