Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতে আগ্রহ নেই যুক্তরাষ্ট্রের : মার্কিন ভাইস প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে ‘দীর্ঘস্থায়ী সঙ্ঘাতে জড়ানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোনো আগ্রহ নেই’ বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

এছাড়া মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শান্তি নিশ্চিত করতে শনিবার (২১ জুন) রাতে ইরানে সীমিত পরিসরে হামলা চালানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের সাথে কথা বলতে গিয়ে ভ্যান্স বলেন, ‘মার্কিন হামলা ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে এক বছর বা তারও বেশি সময় পিছিয়ে দিতে সক্ষম হয়েছে। এখন ইরান সরকারকে বুদ্ধিমানের মতো পথ বেছে নিয়ে পারমাণবিক কর্মসূচি থেকে সরে এসে স্থাপনাগুলো ভাঙার জন্য যুক্তরাষ্ট্রের সাথে কাজ করার আহ্বান রইলো।’

তিনি আরো বলেন, ‘আমরা চাই না ইরানের পারমাণবিক অস্ত্র থাকুক। মার্কিন সেনাদের ওপর কোনো ধরনের পাল্টা হামলা হলে ইরানকে অপ্রতিরোধ্য শক্তির মুখোমুখি হতে হবে।’ সূত্র : বিবিসি

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন