খুলনা, বাংলাদেশ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় ট্রেন-ট্রাকের সংঘর্ষ : নিহত ১, রেল যোগাযোগ বন্ধ
  বাংলাদেশী জলসীমায় মাছ আহরণ, দু’টি ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক
  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০
  জুলাই আন্দোলনে শহিদদের ‘জাতীয় বীর’ কেন ঘোষণা নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল

বিদেশ থেকে ফেরার সময় বিনা শুল্কে যে ১৯টি পণ্য আনতে পারবেন

গেজেট ডেস্ক

বিদেশ থেকে আসা প্রবাসী বা পর্যটকদের জন্য ব্যাগে করে সঙ্গে আনতে পারা বিভিন্ন উপহারসামগ্রী ও গৃহস্থালির জিনিসপত্র নিয়ে সরকারের ‘ব্যাগেজ রুল’ নিয়মিতই আপডেট হয়। এবারের বাজেটেও আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন, বিশেষ করে সোনার গয়না ও সোনার বার আনার নিয়মে।

ব্যাগেজ রুল অনুযায়ী, ১২ বছরের বেশি বয়সী যাত্রী ৬৫ কেজি ওজন পর্যন্ত মালামাল শুল্ক ছাড়াই আনতে পারবেন। আর ১২ বছরের নিচের যাত্রীর জন্য এ সীমা ৪০ কেজি।

বর্তমান নিয়মে ১৯ ধরনের পণ্য শুল্কমুক্তভাবে আনা যাবে। এর মধ্যে রয়েছে—

# সর্বোচ্চ দুটি ব্যবহৃত মোবাইল ফোন ও একটি নতুন মোবাইল

# ২৯ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন

# ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, স্ক্যানার, ভিডিও ক্যামেরা ও ডিজিটাল ক্যামেরা

# মাইক্রোওয়েভ, রাইস কুকার, প্রেসার কুকার, গ্যাস ওভেন, ব্লেন্ডার, কফি মেকারসহ বিভিন্ন কিচেন অ্যাপ্লায়েন্স

# সেলাই মেশিন, টেবিল ফ্যান, খেলাধুলার জিনিস

# এক কার্টন সিগারেট

# ১০০ গ্রাম পর্যন্ত সোনার গয়না

# মিউজিক সিস্টেম (সিডি ও স্পিকারসহ)

# ১৫ বর্গমিটার আয়তনের কার্পেট

শুল্ক-কর পরিশোধ করে ১১ ধরনের পণ্য আনার অনুমতি থাকছে। এগুলোর মধ্যে রয়েছে—

# র্বোচ্চ ১১৭ গ্রাম ওজনের একটি সোনার বার (শুল্ক প্রতি ভরিতে ৫ হাজার টাকা)

# ২৩৪ গ্রাম বা ২০ তোলা রৌপ্যবার

# ৩০ ইঞ্চির বেশি টেলিভিশন, হোম থিয়েটার

# রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজ, এয়ারকন্ডিশনার

# ঝাড়বাতি, এইচডি ক্যামেরা, ডিশ অ্যানটেনা

# ডিশওয়াশার, ওয়াশিং মেশিন ও ক্লথ ড্রায়ার

# এসব পণ্যে শুল্কের পরিমাণ ৩০০ টাকা থেকে শুরু হয়ে ৯০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

নতুন বাজেটের বড় পরিবর্তন কী?
এবারের বাজেটে বিদেশ থেকে ফেরার সময় বছরে একবার সর্বোচ্চ ১১৭ গ্রাম ওজনের একটি করে সোনার বার আনতে পারবেন। সোনার বার আনার ক্ষেত্রে প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) শুল্ক ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগে যেখানে ১০০ গ্রাম ওজনের সোনার গয়না যতবার খুশি আনায় বাধা ছিল না, এখন তা বছরে একবারেই সীমিত করা হয়েছে।

একইসঙ্গে, নতুন মোবাইল ফোনও বছরে মাত্র একটি আনতে পারবেন যাত্রীরা, সেটিও শুল্ক ছাড়াই- তবে শুধুই একবার।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!