Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

হরিণাকুণ্ডুতে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন-২০২০ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা দোয়েল চত্তর মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘‌কমলা রঙের বিেশ্ব নারী, বাধার পথ দেবেই পাড়ি’ প্রতিপাদ্যের ওপর আয়োজিত এ মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা। এসময় হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা খাতুন, অধ্যক্ষ শরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হুসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা বেল্লাল হোসেন প্রমূখ বক্তব্য দেন। মানববন্ধনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নারী অংশগ্রহণ করে। এসময় বক্তারা নারীর প্রতি নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

খুলনা গেজেট/এ হোসেন

 

 

 

 

 

 

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন