শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির বিষয়ে বিবেচনা করবে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ইসরাইলের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ‘অসহনীয় ও ভয়াবহ’ উল্লেখ করে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ আরো ব্যবস্থা নেওয়ার বিষয়ে বিবেচনা করা হবে।

হাউজ অব কমন্সে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আমরা সামরিক অভিযান সম্প্রসারণ ও বসতি সহিংসতা এবং মানবিক সহায়তা আটকে দেয়ার ঘটনার শক্ত বিরোধিতা করেছি।

তিনি আরো বলেন, আমাদের যুদ্ধবিরতিতে ফেরত যাওয়া দরকার। অনেক দিন ধরে আটকে থাকা জিম্মিদের মুক্ত করা দরকার এবং গাজায় দ্রুত আরও সাহায্যের দরকার। কারণ এটি এখন অসহনীয় ও ভয়াবহ পরিস্থিতিতে আছে।

এদিকে ফিলিস্তিনিরা বলছে গাজায় এখন আর কোন নিরাপদ জায়গা নেই। দুঃখজনক, গাজায় আর কোন নিরাপদ জায়গা নেই, গাজায় রয়টার্সকে বলেছেন মাহরান খোদর নামের এক ব্যক্তি।

তিনি আরো বলেন, এমনকি যারা তাবুতে ঘুমান তারা যে কোনো সময় বিপদের মুখে পড়ছেন। আমরা কোথায় যাবো? প্রতিদিন ক্ষুধায় মরছি এবং বোমাও পড়ছে। আমাদের শিশুরা কঙ্কালে পরিণত হচ্ছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন