বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

‘ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হলে ভালো, সেটা যেন এপ্রিল পার না হয়’

গেজেট ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জীবন বাজি রেখে যারা পরিবর্তনের জন্য লড়াই করেছিলেন। তাদের লক্ষ্য ছিল ফ্যাসিজমকে বিদায় করা। দুঃখজনক হলেও সত্য যে, ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিজম রয়ে গেছে। এর কালো ছায়া এখনো জাতির ঘাড়ে রয়ে গেছে।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে রাজধানী ঢাকার বনানীতে হোটেল শেরাটনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘সরকারকে নির্বাচনের সময় নিয়ে চাপে রাখতে চায় না জামায়াত।’ তবে দলটির মতামত, রোজার আগে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন; তবে সেটি যেন এপ্রিল না পার হয় সে আহ্বান জানান দলের এই শীর্ষ নেতা।

এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, ‘প্রবাসীদের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার কথা বললেও ইসির দৃশ্যমান পদক্ষেপ নিয়ে উদ্বিগ্ন।’

ইসির সক্ষমতা যাচায়ের জন্য হলেও আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, ‘ফ্যাসিবাদ বিদায় নিলেও ফ্যাসিজম বিদায় নেয়নি। এর কালো ছায়া এখনো জাতির ঘাড়ে রয়ে গেছে। ফ্যাসিজমকে পুরোপুরি বিদায়ের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার। যার মধ্য দিয়ে একটা ন্যায্য সরকার গঠিত হবে। যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। কিন্তু নির্বাচনটা কীভাবে হবে? এই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে জামায়াতে ইসলামীর রয়েছে ঐতিহাসিক অবদান।’

বাংলাদেশ জামায়াতে ইসলামী দল হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক সর্বসম্মত রায়ের মাধ্যমে নিবন্ধন ফিরে পাওয়া উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

খুলনা গেজেট/এনএম/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন