বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

নতুন নোট বিতরণ শুরু

গেজেটে ডেস্ক

জুলাই বিপ্লবের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়া নতুন নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার প্রাথমিকভাবে সীমিত পরিসরে ২০, ৫০ ও ১০০০ টাকার নোট বিতরণ করছে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস।

আজ বাংলাদেশ ব্যাংকের মতিঝিলসহ সকল শাখা অফিস থেকে সীমিত পরিসরে মিলবে নতুন নোট। এছাড়া ১০টি বাণিজ্যিক ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকেও টাকা বিতরণ করা হবে। নতুন ডিজাইনের নোটের পাশাপাশি প্রচলনে থাকা অন্য সব নোট চলবে।

বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসের বাইরে আজ যে ১০টি ব্যাংকে টাকা দেওয়া হয়েছে। ব্যাংকগুলো হলো- সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, পূবালী, উত্তরা, ডাচ্-বাংলা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল-আরাফাহ ইসলামী ও ব্র্যাক ব্যাংক। এসব ব্যাংকের লোকাল অফিসকে টাকা দেওয়া হয়েছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন