Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বাড়ির ওপর বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক

জার্মানিতে বাড়ির ওপর আছড়ে পড়েছে একটি ছোট বিমান। শনিবার (৩১ মে) পশ্চিম জার্মানিতে বিমানটি বিধ্বস্ত হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অন্তত দু’জন নিহত হয়েছেন।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, পশ্চিম জার্মানির মংচেংলাডবাখ শহরের কাছের কর্শেনব্রোইচে দুর্ঘটনাটি ঘটে। যা নেদারল্যান্ডস সীমান্ত থেকে খুব বেশি দূরে নয়।

বিমানটি বাড়িতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। যে দু’জন নিহত হয়েছেন তাদের মধ্যে অন্তত একজন বিমানটির পাইলট ছিলেন বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত অপর ব্যক্তি বিমানে ছিলেন নাকি ওই বাড়ির কাছে ছিলেন সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়া দুর্ঘটনার কারণও এখন পর্যন্ত জানা যায়নি।

সূত্র: এএফপি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন