Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

অল্পের জন্য সৌরভ গাঙ্গুলীর ভাই ও স্ত্রীর প্রাণরক্ষা

আন্তর্জা‌তিক ডেস্ক

ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর ভাই ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি স্নেহাশিষ গাঙ্গুলী ও তার স্ত্রী অর্পিতা গাঙ্গুলী সমুদ্রে ভয়াবহ এক দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেছেন। রবিবার (২৫ মে) ওড়িশার পুরী সমুদ্র সৈকতে স্পিডবোট উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।

ছুটি কাটাতে পুরীতে গিয়েছিলেন স্নেহাশিষ ও অর্পিতা। একপর্যায়ে সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে তারা স্পিডবোটে ওঠেন। কিছু দূর যাওয়ার পর একটি বিশাল ঢেউ আঘাত করলে বোটটি হঠাৎ উল্টে যায়। তারা তখন অন্যান্য যাত্রীদের সঙ্গে সমুদ্রের মধ্যে পড়ে যান। নিরাপত্তাকর্মীরা দ্রুত রাবারের ভাসমান যন্ত্রের সাহায্যে তাদের উদ্ধার করেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, উত্তাল ঢেউয়ের মাঝে উল্টে যাওয়া বোট এবং পর্যটকদের উদ্ধারে উদ্ধারকারীদের তৎপরতা।

দুর্ঘটনার জন্য বোট কর্তৃপক্ষকে দায়ী করেছেন অর্পিতা গাঙ্গুলী। তার অভিযোগ, বোটটির ধারণক্ষমতা ছিল ১০ জন, কিন্তু বোটটি যথেষ্ট হালকা এবং দুর্বল ছিল। মাত্র ৩-৪ জন যাত্রী নিয়ে সমুদ্রে যাওয়া হলেও উত্তাল আবহাওয়ার কারণে এটি উল্টে যায়। তিনি বলেন, ‘আমরা উদ্বেগ প্রকাশ করেছিলাম, কিন্তু অপারেটররা আমাদের নিশ্চিন্ত করেছিলেন যে কোনো সমস্যা হবে না।’ তিনি আরও বলেন, ‘লাইফগার্ডরা সময়মতো না এলে আমরা হয়তো প্রাণে বাঁচতাম না। এখনও আতঙ্ক কেটে উঠিনি।’

এদিকে ভারতীয় আবহাওয়া অধিদফতর (আইএমডি) জানিয়েছে, পশ্চিম-মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে উপকূলীয় ওড়িশায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তথ্যসূত্র: এনডিটিভি

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন