চলতি বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কা ও মদিনায় ১০ বাংলাদেশির মৃত্যু হয়েছে। সর্বশেষ রবিবার (২৪ মে) মারা গেছেন রংপুরের পীরগঞ্জের মো. সাহেব উদ্দিন (৬৯)। এছাড়া হাসপাতালে ভর্তি আছেন ৩৫ বাংলাদেশি হজযাত্রী।
সোমবার (২৬ মে) মক্কায় বাংলাদেশ হজ অফিসের হজ কাউন্সিলর মো. জহিরুল ইসলাম এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।
মারা যাওয়া বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে ৯ পুরুষ ও এক নারী রয়েছেন। এর মধ্যে মক্কায় মারা গেছেন চারজন ও মদিনায় ছয়জন। অসুস্থ হয়ে সৌদি আরবে সরকারি হাসপাতালে ভর্তি আছেন আরও ৩৫ বাংলাদেশি হজযাত্রী।
হজ কাউন্সিলর মো. জহিরুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান,এ বছর হজে গিয়ে গত ২৯ এপ্রিল প্রথম মারা যান রাজবাড়ীর পাংশার মো. খলিলুর রহমান (৭০)। এরপর ২ মে কিশোরগঞ্জের বাজিতপুরের মো. ফরিদুজ্জামান (৫৭), ৫ মে পঞ্চগড় সদরের আল হামিদা বানু (৫৮), ৭ মে ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবির (৬০) এবং ৯ মে জামালপুরের বকশিগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩) মারা যান।
এ ছাড়া ১০ মে মারা যান নীলফামারী সদরের বয়েজ উদ্দিন (৭২), ১৪ মে চট্টগ্রামের সন্দ্বীপের মো. অহিদুর রহমান (৭২), ১৭ মে গাজীপুর সদরের মো. জয়নাল হোসেন (৬১) এবং ১৯ মে মারা যান চাঁদপুরের মতলবের আব্দুর হান্নান মোল্লা (৬৩)।
সৌদি আরবের আইনানুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মারা যান তাহলে তাঁর মরদেহ সৌদি আরবে দাফন করা হয়।
খুলনা গেজেট/এমএনএস