Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

রূপসায় ছাত্রদলের শফিক কে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিভিন্ন অপকর্মে জড়িত থাকায় খুলনার রূপসা উপজেলা পূর্ব ছাত্র দলের যুগ্ম আহবায়ক স,ম শফিকুর রহমান কে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১৯ মে) দুপুরে উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান ও সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের সাবেক যুগ্ন আহবায়ক ও আলাইপুর বাজারের ইজারাদার মোল্লা খাইরুল ইসলাম খোকনকে ১৬/৫/২৫ ইং তারিখ বাজারে মারপিট করার কারণে শফিকুর রহমান কে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

অন্যদিকে রূপসা থানায় জনমনে আতঙ্ক সৃষ্টি, বিশৃঙ্খলা ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে রূপসা উপজেলার সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কেউ ছাড় পাবে না। জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুশৃঙ্খল সংগঠন, সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে সে দলে থাকার যোগ্য না।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন