খুলনা, বাংলাদেশ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  আজ খোলা থাকবে সরকারি অফিস
  মাদারীপুরের বাহেরচর কাতলায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারের বেশ কয়েকজন নিখোঁজ
  কক্সবাজার থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকা খুলে গেছে, ৭১ জন যাত্রী নিয়ে শাহজালালে জরুরি অবতরণ

মারধরের ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন মিশা সওদাগর

বিনোদন ডেস্ক

ঢালিউডের জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগরের গত বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ্যে আসায় নেটিজেনদের মাঝে তোলপাড় শুরু হয়েছে। যেই ভিডিও নিয়ে দাবি করা হয়— চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর একদল জনগণের হাতে মারধরের শিকার হয়েছেন। তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন।

কিন্তু মিশা সওদাগরের ফেসবুক থেকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকার সেই ছবিটি প্রকাশ করা হলে নেটিজেনরা ধরে নেন— ঘটনা সত্যি। অভিনেতা হয়তো মারধরের শিকার হয়েছেন। তারা মনে করেন, মারধরের শিকার হয়েই হাসপাতালে ভর্তি হয়েছেন এ অভিনেতা। কিন্তু আসলে তা নয়, অনেক দিন ধরে মিশা সওদাগর অসুস্থ। হাসপাতালের শয্যাশায়ী ছবি দেখেই নেটিজেনরা ভুল বুঝেছেন। আর মারধরের ভিডিওটি যে ভুয়া, সেটি বলার অপেক্ষা রাখে না। এ বিষয়ে যে কথা বললেন অভিনেতা।

প্রায় ৯ বছর আগে মিসড কল নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন তিনি। সেই সময় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন অভিনেতা। আবারও সেই একই জায়গায় আঘাতপ্রাপ্ত হওয়ায় সেই সমস্যা দেখা দেয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হলেও সমস্যা থেকেই যায়। চিকিৎসক পরামর্শ দেন হাঁটুর অস্ত্রোপচার করার। সে উদ্দেশ্যেই বেশ কিছু দিন আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মিশা সওদাগর। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে তার হাঁটুর অস্ত্রোপচার করা হয়। ডালাসের একটি হাসপাতালে অভিনেতার হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানান নায়ক জায়েদ খান।

এদিকে খল-অভিনেতা মিশা সওদাগরের অস্ত্রোপচারের সময়েই সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, মিশা সওদাগরকে রাস্তায় মারধর করছেন একদল উৎসুক জনতা। এরপর তার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবিটি ছড়িয়ে পড়তেই ভক্তরা ভাবেন তিনি মারধরের শিকার। অনেকই মনে করছেন, আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এ খল-অভিনেতা।

আসলে ঠিক তা নয়। মিশাকে মারধরের ভিডিওটি সত্যি নয়। তিনি মবের শিকার হয়েছেন। তার নাম করে ভুয়া একটি ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।

সামাজিক মাধ্যমে এ নিয়ে তোলপাড় শুরু হলে ভক্তদের কাছে এসে সত্যিটা জানালেন মিশা সওদাগর। লাইভে আসেন এ অভিনেতা। কথা বলেন ভাইরাল সেই ভিডিও নিয়ে। মিশা সওদাগর বলেন, বিষয়টি ভীষণ অপ্রস্তুত অবস্থায় ফেলেছে আমাকে। এ জন্য আমি নিন্দা জ্ঞাপন করলাম।

মিশা সওদাগরের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অভিনেতার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল, হাসপাতালে অপারেশন হয়েছে। তিনি ভালো আছেন। দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তিনি বলেন, ভিডিওটি ভিত্তিহীন। অনুরোধ করছি— কারও বিভ্রান্তিকর পোস্টে কান দেবেন না।

এর আগে অস্ত্রোপচারের পরপরই অভিনেতা জায়েদ খান বলেন, মিশা ভাই তার হাঁটুতে ব্যথা পেয়েছিলেন কয়েক বছর আগে। ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। পায়ের ব্যথা নিয়ে খুব কষ্ট করছিলেন তিনি। তিনি বলেন, ডালাসের একটি হাসপাতালে হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আপাতত তিনি ভালো আছেন। বিশ্রামে রয়েছেন।

উল্লেখ্য, ২০১৬ সালে সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘মিসড কল’ সিনেমায় বৃহন্নলা (তৃতীয় লিঙ্গ) চরিত্রে অভিনয় করেছিলেন মিশা সওদাগর। সেই সিনেমায় বেশ কয়েকজন বৃহন্নলাকে নিয়ে একটি গানের দৃশ্যে নাচের শুটিং করতে গিয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পান তিনি। পরে চিকিৎসকরা জানিয়েছিলেন তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!