করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভারতের কয়েকটি রাজ্যে লকডাউন লাগু হতে চলেছে। রাজ্যগুলি হল দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান ও গুজরাট। ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ খবর জানানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, ওই রাজ্যগুলির কিছু এলাকায় সংক্রমণ এতটাই ভয়াবহ যে, এলাকাভিত্তিক কার্ফু জারি হবে। সকাল ছ’টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত লকডাউন জারি থাকবে। আবার রাত ৮টা থেকে সকাল ৬ টা পর্যন্ত কার্ফু জারি করা হবে। দিল্লি, সংলগ্ন উত্তরপ্রদেশের নয়ডা- গাজিয়াবাদ, মধ্যপ্রদেশের ভূপাল-ইন্দোর-বিদিশা-রতলাম-গোয়ালিয়র জেলা, গুজরাটের আহমেদাবাদ, রাজস্থানের জয়পুর-যোধপুর-কোটা-বিকানি-উদয়পুর-আলওয়ার-ভিলওয়ারা-আজমীর জেলায় লকডাউন ও নাইট কার্ফু লাগু (জারি) করা হবে। এই সব রাজ্যের সংশ্লিষ্ট এলাকাগুলিতে সংক্রমণ বেড়েছে নতুন করে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
খুলনা গেজেট /সাদউদ্দিন/এমএম