পাকিস্তানের রেঞ্জার্সের হাতে আটক হওয়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ান পূর্ণম কুমার শাকে ছেড়ে দিয়েছে পাকিস্তান। গত ২৩ এপ্রিল পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্স তাকে আটক করেছিল।
বুধবার (১৪ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত মাসে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত পার হওয়ার ঘটনায় পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর জওয়ান পূর্ণম কুমার শাকে বুধবার ভারতে ফেরত পাঠানো হয়েছে।
পাঞ্জাবের অমৃতসরের অটারি যৌথ চেকপোস্ট দিয়ে সকাল সাড়ে দশটায় তাকে ভারতের হাতে তুলে দেওয়া হয়।
বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৩ এপ্রিল থেকে পাকিস্তানের হেফাজতে থাকা পূর্ণম শাকে শান্তিপূর্ণভাবে হস্তান্তর করা হয়। ৪০ বছর বয়সী পূর্ণম শা পাঞ্জাবের ফিরোজপুরে কর্মরত ছিলেন।
প্রসঙ্গত, জম্মু ও কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার একদিন পর ২৩ এপ্রিল তিনি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করেন এবং পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হন।
খুলনা গেজেট/এমএনএস