নড়াইল শহরের রুপগঞ্জ বাজারের হকার্স মার্কেটের অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে প্রশাসন। বুধবার (১৪ মে) সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশিষ অধিকারীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়,নড়াইল শহরের রুপগঞ্জ বাজারে নড়াইল সড়ক ও জনপথ অধিদপ্তরের যায়গায় দোকান ঘর করে ব্যবসা করে আসছিলো ব্যবসায়ীরা। তাদের উচ্ছেদের নোটিশ দেয়া হলেও তারা তাদের মালামাল সরিয়ে না নেওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় নড়াইল সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রকাশ চন্দ্র বিশ্বাস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.সাজেদুল ইসলামসহ সেনাবাহিনী, পুলিশসহ সড়ক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এএজে