পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিকে ভারতের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে। বিভিন্ন দলের শীর্ষস্থানীয় নেতা ও সংসদ সদস্যরা চুক্তিকে স্বাগত জানিয়ে এটিকে ‘একটি প্রয়োজনীয় ও মানবিক পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন।
কংগ্রেসের জ্যেষ্ঠ সাংসদ ও প্রাক্তন কূটনীতিক শশী থারুর বলেন, শান্তি অপরিহার্য। তিনি আরও বলেন, ভারত কখনও দীর্ঘমেয়াদী যুদ্ধ চায়নি। ভারত সন্ত্রাসবাদ মোকাবিলায় শক্ত অবস্থান নিয়েছিল, এবং পাকিস্তানকে সেই শিক্ষা দেওয়া হয়েছে। এখন সময় এসেছে শান্তির — শান্তি অপরিহার্য। তিনি আরও বলেন, এই যুদ্ধবিরতি যেন স্থায়ী হয় এবং সংলাপের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন পথে এগিয়ে যায়।
রাজ্যসভার সাংসদ ও আইনজীবী কপিল সিব্বল এই উদ্যোগকে দু’দেশের জন্য আশাব্যঞ্জক জানিয়ে বলেন, এর মাধ্যমে নিরীহ প্রাণহানি বন্ধ হবে। তিনি আরও বলেন, যুদ্ধ কখনোই সাধারণ মানুষের পক্ষে নয়। এখন আমরা আর নিরীহ মানুষের প্রাণহানি দেখতে পাব না। তবে তিনি বলেন, যদি পাকিস্তান আবার সন্ত্রাসবাদের ঘাঁটি হয়ে ওঠে, তবে এই শান্তি বেশিদিন টিকবে না।
কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী এবং পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (PDP) নেত্রী মেহবুবা মুফতি যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপকে ধন্যবাদ জানিয়ে বলেন, পাকিস্তান এখন মোদীজির নেতৃত্ব এবং আন্তর্জাতিক চাপের সামনে নত হয়েছে। তিনি বলেন, সামরিক সমাধান কোনও দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে না। কাশ্মীর সমস্যার রাজনৈতিক সমাধান খুঁজতে হবে, আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন।
খুলনা গেজেট/এমএনএস