খুলনা, বাংলাদেশ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান, দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
  সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ

ভারত–পাকিস্তানের পাল্টাপাল্টি ড্রোন হামলায় যুদ্ধে নতুন মোড়

আন্তর্জাতিক ডেস্ক

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা ঘিরে প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। তিন দিন ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী দুই দেশ। ইসলামাবাদের দাবি, দুই দিনে ভারতের ৭৭টি ড্রোন ধ্বংস করেছে তারা। অন্যদিকে নয়াদিল্লির অভিযোগ, এক রাতেই ভারতে ৩০০ থেকে ৪০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান।

গত ২২ এপ্রিল পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এর দায় পাকিস্তানের ওপর চাপিয়ে আসছে ভারত। তবে তা নাকচ করেছে পাকিস্তান। ওই ঘটনার জেরে পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপও নিয়েছে দেশ দুটি। এমন উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায় ভারত। এর পর থেকেই দুই দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা।

এ হামলার মধ্যে ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানি সামরিক বাহিনীর একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, বুধবার দিনভর ভারতের ২৯টি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তানের সেনাবাহিনী। সেদিন রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত আরও ৪৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে। ভারতের আকাশসীমা থেকে ড্রোনগুলো পাকিস্তানে প্রবেশ করেছে বলে জানিয়েছে ওই সূত্র।

ভারতের ড্রোন হামলা ও কামানের গোলার আঘাতে পাকিস্তানে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। পাকিস্তানের পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে গোলা বর্ষণ করে ভারত। এতে এক নবজাতকসহ পাঁচজন নিহত হন। এর আগে বুধবার পর্যন্ত ৩১ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল পাকিস্তান। এ নিয়ে তিন দিনে ভারতের হামলায় ৩৬ জন নিহত হওয়ার খবর জানাল দেশটি।

চলমান এ উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার রাতে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু ও উদামপুর শহর এবং পাঞ্জাবের পাঠানকোটে পাকিস্তান হামলা চালায় বলে দাবি করেছে ভারত। হিন্দুস্তান টাইমস–এর খবর অনুযায়ী, গতকাল এক সংবাদ সম্মেলনে ভারতের সামরিক বাহিনীর উইং কমান্ডার ব্যোমিকা সিং বলেন, এদিন রাতে ভারতের ৩৬টি স্থানে ৩০০ থেকে ৪০০টি ড্রোন ব্যবহার করে হামলা চালায় পাকিস্তান।

বৃহস্পতিবার রাতের ওই হামলায় পাকিস্তান তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন ব্যোমিকা সিং। এ ছাড়া বাণিজ্যিক উড়োজাহাজকে ইসলামাবাদ ঢাল হিসেবে ব্যবহার করেছে বলে দাবি করেছেন তিনি। এর আগে ভারতের বিরুদ্ধে ইসরায়েলের তৈরি ড্রোন ব্যবহারের অভিযোগ এনেছিল ইসলামাবাদ।

তিন দিন ধরে চলা সংঘাতে ভারতীয় ২৫ সেনা নিহত হওয়ার দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তবে বুধবার পর্যন্ত ১৫ বেসামরিক নাগরিকসহ ১৬ জন নিহত হওয়ার খবর জানিয়েছে ভারত সরকার। এ ছাড়া বৃহস্পতিবার রাতে পাকিস্তানের হামলায় কাশ্মীরের উরি সেক্টরে আরও একজন নারী নিহত হয়েছেন বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।

দেশভাগের পর এখন পর্যন্ত চারটি যুদ্ধে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। এর মধ্যে ১৯৪৭, ১৯৬৫ ও ১৯৯৯—তিনবার দুই দেশের মধ্যে যুদ্ধ হয়েছে কাশ্মীরের মালিকানা নিয়ে।

‘বড় সংঘাতের দিকে দুই দেশ’

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান গতকাল ইসলামাবাদে বলেছেন, এটি সবচেয়ে দুর্ভাগ্যজনক যে ভারতের বেপরোয়া কর্মকাণ্ড পারমাণবিক শক্তিধর দুই দেশকে বড় সংঘাতের কাছাকাছি নিয়ে গেছে। তিনি বলেন, ভারতের ‘অন্ধ জাতীয়তাবাদ ও যুদ্ধের জন্য উন্মাদনা’ বিশ্বের জন্য উদ্বেগের কারণ হওয়া উচিত।

জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন এরই মধ্যে দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ‘আমরা চাই, যত দ্রুত সম্ভব উত্তেজনা যেন কমে আসে। যদিও আমরা দুই দেশকে নিয়ন্ত্রণ করতে পারব না।’

আর গতকাল পাকিস্তানের পার্লামেন্টে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, উত্তেজনা কমাতে সৌদি আরব, কাতার ও চীনের সঙ্গে ইসলামাবাদ আলোচনা করছে।

তবে যুদ্ধের আশঙ্কা থাকা সত্ত্বেও বিদেশি শক্তিগুলো কিছুটা উদাসীন রয়েছে বলে উল্লেখ করেছে বেলজিয়ামের ব্রাসেলসভিত্তিক অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। আর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, উভয় পক্ষকে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং দুর্ভোগ ও প্রাণহানি কমানোর জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে।

 

খুলনা গেজেট/এইচ

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!