ফরিদপুরে ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (৯ মে) রাত সাড়ে নয়টার দিকে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা রেলওয়ে স্টেশনের কোয়াইটসম্যান মারুফ হোসেন বলেন, রাত নয়টার দিকে ট্রেনটি ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনটি ছেড়ে আসে। রাত ১১টা ৪০ মিনিটে ট্রেনটি খুলনা পৌঁছানোর কথা ছিল। ভাঙ্গা রেলওয়ে জংশনের যাত্রা বিরতি শেষ করে রাত ৯টা ২০ মিনিটের পর জংশন থেকে বের হয়। পরে সাড়ে নয়টার দিকে জংশনের অদূরে সিগন্যালের ভুলে ট্রেনটির দুইটি বগি লাইনচ্যুত হয়। এতে কারও কোনও ক্ষতি হয়নি।
ভাঙ্গা রেলওয়ে জংশনে পুলিশের দ্বায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক(এসআই) খাইরুজ্জামান শিকদার জানান, ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ায় রেল চলাচল বন্ধ রয়েছে। পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন এসে পরিস্থিতি স্বাভাবিক করবে।
খুলনা গেজেট/ এএজে