পাহালগামে হামলার বিষয়ে যেকোনো পদক্ষেপ বিশেষ করে পাকিস্তানের নিরপক্ষ তদন্তের দাবি সমর্থন করে যুক্তরাষ্ট্র। এমনকি ওয়াশিংটন দুই দেশকে সরাসরি আলোচনা করারও আহ্বান জানিয়েছে।
বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের নিরপেক্ষ তদন্তের প্রস্তাব সম্পর্কে অবগত রয়েছে সেই সাথে পূর্ণ সমর্থনও করে।
তিনি বলেন, পাকিস্তান একটি স্বাধীন তদন্ত চায়। যুক্তরাষ্ট্র চায় দোষীদের জবাবদিহির আওতায় আনা হোক। আমরা সে লক্ষ্য অর্জনে যেকোনো প্রচেষ্টার প্রতি সমর্থন জানাই।
মিস ব্রুস আরও বলেন, পাহালগাম হামলা ছিল ভয়াবহ, তবে একে অপরকে পাল্টা আঘাত এবং এ ধরনের ধারাবাহিকতা বন্ধ হওয়া উচিত। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি অপ্রত্যাশিত নয়, তবে অত্যন্ত হতাশাজনক।
খুলনা গেজেট/এএজে