খুলনা, বাংলাদেশ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি শুরু
  সকাল ১০টায় দেশে পৌঁছাবেন খালেদা জিয়া, পতাকা হাতে বিমান বন্দরের পথে নেতাকর্মীরা

ভারত-পাকিস্তানের উত্তেজনার মধ‍্যে তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

গেজেট ডেস্ক

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ও পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনালাপ হয়েছে। সোমবার (৫ মে) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় এক্স পোস্টে এ ফোনালাপের বিষয়টি শেয়ার করেছে।

ফোনালাপে তৌহিদ হোসেন বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি উত্তেজনা হ্রাসের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং সব পক্ষকে সংযমের আহ্বান জানান।

অন্যদিকে, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ভারতের ভিত্তিহীন অভিযোগ এবং একতরফা পদক্ষেপের ফলে ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা সম্পর্কে তৌহিদ হোসেনকে অবহিত করেন, যার মধ্যে সিন্ধু জল চুক্তি স্থগিত করার স্বেচ্ছাচারী সিদ্ধান্তও অন্তর্ভুক্ত রয়েছে।

উভয় পক্ষ পাকিস্তান-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য তাদের পারস্পরিক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং নিয়মিত উচ্চ-স্তরের যোগাযোগ বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তারা আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!