Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নারী ওয়ানডে বিশ্বকাপের সিদ্ধান্ত দুই সপ্তাহের মধ্যেই

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের কারণে পিছিয়ে গেছে এ বছর অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ। পিছিয়ে নেয়া হয়েছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপও। আগামী বছরের আসরটি হবে ২০২২ সালে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ নিয়েও সিদ্ধান্ত এসেছে আইসিসির এই বৈঠকে। আইসিসির এই সভায় বড় বড় কয়েকটি সিদ্ধান্ত এলেও আগামী বছরের নারী বিশ্বকাপ নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।
নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপটি আপাতত সূচি অনুযায়ী আয়োজনের প্রস্তুতি চলতে থাকবে বলে জানিয়েছে আইসিসি। পরিস্থিতি বুঝে পরবর্তীতে নেওয়া হবে সিদ্ধান্ত। ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া নারীদের বিশ্বকাপ চলবে ৭ মার্চ পর্যন্ত।
নিউজিল্যান্ড ক্রিকেটের চেয়ারম্যান গ্রেগ বার্কলে জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। দেশটির করোনা পরিস্থিতি ভালো থাকায় নির্ধারিত সময়ে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আশাবাদী তিনি। রেডিও নিউজিল্যান্ডকে বার্কলে বলেন, ‘যদি টুর্নামেন্টটি পেছানোর প্রয়োজনই হয়, তাহলে দেরি না করে দ্রুতই বিষয়টি সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। একই সঙ্গে যদি নির্ধারিত সময়েই সেটি করা যায়, তাহলেও আমাদের একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। যাতে ফেব্রুয়ারিতে প্রথম শ্রেণির এই বৈশ্বিক ইভেন্ট আয়োজনে প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া যায়।’
চলতি মাসেই শ্রীলঙ্কাতে হওয়ার কথা ছিল নারী বিশ্বকাপের বাছাইপর্ব। নিউজিল্যান্ডের মতো শ্রীলঙ্কাতেও করোনা পরিস্থিতি হাতের নাগালে রয়েছে। তবে এখনও বাছাইপর্ব নিয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন