ইন্ডিয়ান আইডল সিজন ১২-এর বিজয়ী গায়ক পবনদীপ রাজন সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। সোমবার (৫ মে) ভোরে আহমেদাবাদে একটি সড়কে গাড়ি দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন এই গায়ক। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। গায়কের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে পবনদীপকে গুরুত্বর আহত অবস্থায় দেখা গেছে। তার বাঁ পায়ের ও ডান হাতে আঘাতের চিহ্ন রয়েছে। এই ভিডিও দেখে খুব স্বাভাবিকভাবেই তার ভক্তরা উদ্বিগ্ন। সকলেই সোশ্যাল মিডিয়ায় পবনদীপের দ্রুত আরোগ্য কামনা করছেন।
দুর্ঘটনার কারণ এবং তার বর্তমান অবস্থা সম্পর্কে এখনও সেভাবে কিছু জানা যায়নি। ভিডিওতে যতটুকু দেখা গেছে, তাতে বোঝা যাচ্ছে গায়কের শারীরিক অবস্থা বর্তমানে বেশ গুরুত্বর।
২০২১ সালে ইন্ডিয়ান আইডলে বিজয়ী হন পবনদীপ। অরুণিতা কাঞ্জিলালকে হারিয়ে সেরার শিরোপা ছিনিয়ে নেন তিনি। পাহাড়ি পবনের গানে মুগ্ধ আপামর দেশবাসী। পবনদীপ উত্তরাখণ্ডের ছেলে। প্রথাগত গান শেখেননি তিনি। যদিও গান ছাড়াও বেশ কিছু বাদ্যযন্ত্র বাজাতেও সক্ষম তিনি।
অরুণিতা কাঞ্জিলালের সঙ্গে তার প্রেমের চর্চা জারি শুরু থেকেই। অরুণিতা বাংলার মেয়ে। আর সেই কারণে এই রাজ্যেও পবনর জনপ্রিয়তা রয়েছে। বাংলা গানও গাইতে পারেন পবন।
খুলনা গেজেট/এএজে