খুলনা, বাংলাদেশ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত
  নারায়ণগঞ্জের রূপগঞ্জে টেক্সটাইল মিলে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে দুজনের মৃত্যু

ইমরান খানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত।

একইসঙ্গে দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিপিপির প্রধান বিলাওয়াল ভুট্টো-জারদারির এক্স অ্যাকাউন্টও ব্লক করেছে দেশটি। জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে এই পদক্ষেপ নিলো দেশটি।

ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে সোমবার (৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।

সংবাদমাধ্যমটি বলছে, ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারির এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম রোববার জানিয়েছে।

ভারতের ভেতরে কেউ এই দুই নেতার এক্স প্রোফাইলে ঢুকতে গেলে সেখানে দেখা যাচ্ছে: “আইনি নির্দেশনার কারণে এই অ্যাকাউন্ট ভারতে বন্ধ করা হয়েছে।”

পাকিস্তানের পিপিপি (পাকিস্তান পিপলস পার্টি) এই পদক্ষেপের নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, পেহেলগাম হামলার ঘটনায় আন্তর্জাতিক মঞ্চে বিলাওয়ালের “স্পষ্ট ও সাহসী অবস্থানের” জবাব হিসেবে ভারত এই পদক্ষেপ নিয়েছে।

বিলাওয়াল হাউসের গণমাধ্যম সেলের এক বিবৃতিতে বলা হয়েছে, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিলাওয়াল ভুট্টো-জারদারির বক্তব্যে আতঙ্কিত। এটা প্রমাণ করে যে- ভারত গণতান্ত্রিক দেশ নয় এবং তার প্রধানমন্ত্রী একজন ভীতু ব্যক্তি।”

পিপিপির মুখপাত্র আরও বলেন, বিলাওয়াল পেহেলগাম হামলার ঘটনায় মোদিকে অস্বস্তিতে ফেলে দিয়েছেন। তার ভাষায়, “তিনি সেই ব্যক্তি যিনি সবার আগে বিশ্বের সামনে গুজরাটের কসাইয়ের (মোদি) মুখোশ উন্মোচন করেছিলেন এবং তিনি মোদির যুদ্ধ উন্মাদনার মানসিকতার বিরুদ্ধে কথা বলতে থাকবেন।”

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পেহেলগাম হামলার পর থেকে ভারত পাকিস্তানি সরকারের বিভিন্ন দপ্তর, সংবাদমাধ্যম, কনটেন্ট ক্রিয়েটর, চলচ্চিত্র তারকা, ক্রীড়াবিদ এবং সাংবাদিকদের একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করেছে। ইউটিউব, এক্স এবং ইনস্টাগ্রাম-এ এই অ্যাকাউন্টগুলো ব্লক করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে নিষিদ্ধ রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!