খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. ফিরোজ শাহ বলেন, খুলনাকে স্বাস্থ্যকর শহর গড়তে নাগরিকদের আচার-আচরণে পরিবর্তন আনতে হবে। একটি শহরকে হেলথি সিটি করতে হলে সবক্ষেত্রে হেলথি করতে হবে। নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। শহর সুস্থ না থাকলে আমরা কেউ সুস্থ থাকতে পারবো না। শুধু নিজের প্রতি সচেতন থাকলে হবে না, আশেপাশে পরিবেশটাকে সুন্দর রাখা প্রয়োজন। সবুজায়ন বাড়ানোর উদ্যোগ গ্রহণের জন্য সংশিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন তিনি।
শনিবার ( ৩ মে ) বিকালে নগরীর শহিদ হাদিস পার্কে দিনব্যাপী হেলথি সিটি মেলা (হেলথ অ্যান্ড ওয়েলনেস ফেয়ার) এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির এসব কথা বলেন তিনি ।
খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, ডেপুটি সিভিল সার্জন ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসাইন, বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ ও সিয়ামের নির্বাহী পরিচালক এ্যাড. মো. মাছুম বিল্লাহ বক্তৃতা করেন। বিশ্বস্বাস্থ্য সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা সিয়াম, এনসিডিসি, বিসিসিপি ও খুলনা সিটি কর্পোরেশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
ম্যারাথন রান এ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর মাঝে অতিরিক্ত বিভাগীয় কমিশনার পুরস্কার বিতরণ করেন।
খুলনা গেজেট/এএজে