কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে বুড়িচং উপজেলার মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সোহেল মোল্লা বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ভোরে এই তিন যুবক ট্রেনে কাটা পড়ে থাকতে পারেন। কোন ট্রেনে কাটা পড়েছে বিষয়টি জানার চেষ্টা করছি। মৃতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
খুলনা গেজেট/এনএম