নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠন নিয়ে ফেসবুকে অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টায় নড়াইল প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক মো. আব্দুর রহমান মেহেদী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে অভিযোগ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, নড়াইল জেলা শাখার নেতা-কর্মীরা এ পর্যন্ত সব মিলিয়ে জেলা প্রশাসকের কাছে জিআর-এর ২০ টন চালের আবেদন করেছে। ওই পোস্টের কোথাও উল্লেখ নেই এই ২০ টন তারা পেয়েছে বা আত্মসাৎ করেছে। আমরা জানিয়ে দিতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল নেতা-কর্মীদের সর্বমোট ৬ জন ব্যক্তি নড়াইলের ভিন্ন ভিন্ন জায়গায় ৬টি কার্যক্রমের জন্য সর্বমোট ৫ মেঃটন চাউল বরাদ্দ পেয়েছেন। এ সমকল বরাদ্দ দিয়ে আমরা শহীদদের স্মরণে স্মরণ সভা, ইফতার মাহফিল, ঈদ সামগ্রী বিতরণএবং অন্যান্য সামাজিক কার্যক্রম চালাই। এসব অনুষ্ঠানের জন্য যে অর্থ পাওয়া গেছে তার চেয়ে অনেক বেশী টাকা খরচ হয়েছে। এসব অনুষ্ঠান আমরা ফেসবুকে উন্মুক্তভাবে দিয়েছি। প্রতিটি কার্যক্রমের হিসাব যে কেউ চাইলেই আমরা দেখাতে পারবো। আমাদের ভাবমূর্তি নষ্ট করতে একটি কুচক্রি মহল বৈষম্য বিরোধী ছাত্র আন্দেলনের নামে বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তাই ফেসবুকের এ তথ্য সঠিক নয়। এ তথ্য মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও বানোয়াট।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার সদস্য সচিব মো. শাফায়াত উল্লাহ, যুগ্ম সদস্য সচিব মো. আমিরুল ইসলাম রানা, মো. শুভ মোল্যা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সদর উপজেলা সংগঠক মো. সাহারুল আলম, সদস্য নাঈম সিকদার উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এএজে