ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর জীবন নিয়ে নির্মিত হবে সিনেমা। তার বায়োপিকে কাকে দেখা যাবে এটা যেমন বলিউডের অন্যতম আলোচ্য বিষয়, তেমনই আলোচনার বিষয় কবে শুরু হবে এর শুটিং। এবার নিজের বায়োপিক নিয়ে নতুন তথ্য দিলেন সৌরভ গাঙ্গুলী নিজেই।
প্রাথমিক ভাবে শোনা গিয়েছিল, রণবীর কাপুর বড় পর্দায় ‘সৌরভ’ হবেন। সেই অনুযায়ী তিনি কলকাতায় ভারতীয় সাবেক এ অধিনায়কের সঙ্গে দেখাও করতে এসেছিলেন। পরে সরে যান তিনি, তবে এর পেছনের কোনও কারণ জানা যায়নি।
বাঙালি অভিনেতাদের মধ্যে নাম উঠে এসেছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের। যদিও সৌরভ পরে জানান, বায়োপিকে জাতীয় স্তরের কোনও অভিনেতাকে তার ভূমিকায় দেখতে চান। সেই জায়গা থেকে বলিউড অভিনেতা রাজকুমার রাওকে পছন্দ তার।
ভারতের পশ্চিমবঙ্গের এক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সৌরভ বলেন, রাজকুমার রাও ভীষণ উচ্চ মানের অভিনেতা। আমার মতে, রাজকুমার আমার চরিত্র হয়ে উঠতে পারবেন। তাই তাকেই আমার পছন্দ।
বাঙালি অনেক দর্শকদের আক্ষেপ, ‘বাংলার গর্ব’ সৌরভ যদি বাঙালি কোনও অভিনেতাকে বেছে নিতেন! এই বিষয়ে এই সাবেক এই ক্রিকেটার বলেন, সিনেমাটি হিন্দি ভাষায় বানানো হচ্ছে। সঙ্গে ইংরেজি সাবটাইটেল থাকবে। যাতে সর্ব ভারতীয় স্তরের দর্শক সিনেমাটি দেখে বুঝতে পারেন। তাই বলিউড থেকে অভিনেতা খোঁজা হচ্ছে।
একই সঙ্গে সৌরভ আশ্বাস দিয়েছেন, বাংলা থেকেও একাধিক অভিনেতা-অভিনেত্রী থাকবেন। তবে স্ত্রী ডোনার চরিত্রে মিমি চক্রবর্তীর অভিনয় প্রসঙ্গে কোনও ইতিবাচক বার্তা দেননি তিনি।
বর্তমানে বায়োপিকের চিত্রনাট্য ঘষামাজা চলছে। এখনও বাকি চরিত্র বাছাই বাকি। সৌরভ সারাক্ষণ কাজের সূত্রে দৌড়ে বেড়াচ্ছেন, এ কারণে বায়োপিক নিয়ে কথা বলার সময় খুব কম পাচ্ছেন। তিনি জানিয়েছেন, প্রেক্ষাগৃহের পাশাপাশি বায়োপিকটি সম্ভবত আন্তর্জাতিক স্তরের প্রথম সারির ওয়েব প্লাটফর্মেও মুক্তি পাবে।
খুলনা গেজেট/জেএম