জেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের হজ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকালে নড়াইল জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় বিশেষ অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্য সম্পন্ন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) এম এম আরাফাত হোসেন, কেন্দ্রীয় মসজিদের খতিব ও জেলার ইমাম সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ ওয়াকিউজ্জামান।
এ সময় প্রশিক্ষণের বিশেষ অতিথি নড়াইল সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ইসমাইল হোসাইন বাপ্পি গমনেচ্ছু হজযাত্রীদের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য প্রদান করেন।
হজ বিষয়ক প্রশিক্ষণে অংশ নেয় জেলার ১৩৩ জন হজযাত্রী। তার মধ্যে মাত্র ৩ জন ছিলেন সরকারিভাবে গমনেচ্ছু হজযাত্রী।
খুলনা গেজেট/জেএম